সাম্প্রতিক সময়ে আশরাফ ব্যাকুল রচিত ও পরিচালিত ‘কালবেলা’ নাটকে অভিনয় করে ভূয়সী প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী অলংকার চৌধুরী। এএসপি সুমাইয়া রূপা’র ভূমিকায় তার দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করছে। নাটকটি গত ২৪ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশের পরই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।